Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / হাসপাতালে মেলেনি অ্যান্টিভেনাম: কুষ্টিয়ায় সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাসপাতালে মেলেনি অ্যান্টিভেনাম: কুষ্টিয়ায় সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু

August 24, 2023 10:14:05 PM   উপজেলা প্রতিনিধি
হাসপাতালে মেলেনি অ্যান্টিভেনাম: কুষ্টিয়ায় সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু

মিন্টু হোসাইন:
কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।  ইব্রাহিমের স্ত্রী আয়েশা খাতুন (২৫) ও ৭মাসের কন্যা সন্তান নুসরাত জাহানের সাপের কামড়ে মৃত্যু হয়।

ইব্রাহীমের পরিবার সূত্রে যানা যায় বুধবার রাত আনুমানিক ৩:৪৫ মিনিটে আয়েশা খাতুন তার নিজ ঘরে ঘুমের মাঝে সাপে কামড় দিলে প্রথমে ঠিকমত বুঝতে পারিনি। প্রথমে ভেবেছিল কোনো পোকা মাকড় পরে তাদের কন্যা সন্তানকেও কামড় দিলে তাকেও সাপে দংশন করেছে বিষয়টি নিশ্চিত হয়।

এলাকাবাসী জানান, তারা বিষয়টি বুঝতে পেরে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে যায়। কুষ্টিয়া সদর হাসপাতালে অ্যান্টিভেনাম না থাকার কারণে, বাইরে থেকে তারা ১৫ হাজার টাকা দিয়ে তা সংগ্রহ করে। কিন্তু এরই মাঝে অনেক সময় অতিবাহিত হয়ে যায়। অ্যান্টিভেনাম দিতে দেরি হওয়ার কারণে প্রথমে মেয়ের মৃত্যু হয় এবং এর কিছু সময় পরেই পরে মায়ের মৃত্যু হয়।

ঘটনার পরে তাদের আশপাশের লোকজন ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর কালাচ সাপকে দেখতে পাই এবং সাপটি পিটিয়ে মেরে ফেলে। সাপের কামড়ে মা মেয়ের কষ্টদায়ক মৃত্যুতে এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।