Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / হাসেম ফুডে ৫৪ জনের মৃত্যু: মামলা থেকে অব্যহতি পেল মালিক ও ছেলে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাসেম ফুডে ৫৪ জনের মৃত্যু: মামলা থেকে অব্যহতি পেল মালিক ও ছেলে

September 04, 2023 06:24:40 PM   জেলা প্রতিনিধি
হাসেম ফুডে ৫৪ জনের মৃত্যু: মামলা থেকে অব্যহতি পেল মালিক ও ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডে অগ্নিকান্ডে আগুনে পুড়ে ৫৪ জনের মৃত্যুর ঘটনায় কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চার কর্মকর্তা ও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের নারায়ণগঞ্জের পরিদর্শকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে কারখানার মালিক এজাহারভুক্ত আসামী আবুল হাসেসহ ও তার চার ছেলেকে অব্যাহতি দেয়া হয়েছে৷  

ঘটনার দুই বছর পর রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক মোকছেদুর রহমান ১৩ পৃষ্ঠার এই অভিযোগপত্র দাখিল করেন। এ নিয়ে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়ারির ম্যাজিস্ট্রিট আদালতে শুনানি হয়। আগামী ৯ সেপেম্বর  অভিযোগ পত্রের বিষয়ে সিদান্ত দেবে আদালত।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, হাসেম ফুডে আগুনে পুড়ে ৫৪ জনের মৃত্যুর ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি। আসামীদের বিরুদ্ধে অবেহলার দ্বারা মৃত্যু সংঘটের অভিযোগ আনা হয়েছে। এই ধারায় একজন আসামির সর্বোচ্চ ৫ বছরের কারাদন্ডের বিধান রয়েছে।

উল্লেখ্য ২০২১ সালের ৮ জুলাই সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় ২৯ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।  ঘটনায় আগুনে পুড়ে ওই কারখানার কর্মকর্তা-শ্রমিকসহ ৫৪ জনের মৃত্যু হয়। এই ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম ও তার চার ছেলেসহ ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। আবুল হাসেমসহ ৬ আসামী জামিনে আছেন। পরবর্তীতে এ মামলাটির তদন্তভার সিআইডিতে হস্তান্তর করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে কারখানা অব্যবস্থানাকে দায়ী করা হয়।