-25.08.2022.jpg)
কুড়িগ্রাম সংবাদদাতা:
পাবনা জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে একজনকে হত্যা ও ১০ জনকে আহত করার প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো: মকবুল হোসাইন, দপ্তর সম্পাদক ময়েন উদ্দিন, উলিপুর উপজেলার শাখার সভাপতি সফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্যরা।
হামলাকারী ও হত্যার উষ্কানীদাতা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।
গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা হেযবুত তওহীদ অফিসে আর্তকিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সংগঠনের ১০ জন আহত ও সংগঠনের সদস্য সুজন মৃত্যু বরণ করে।