Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / হোয়াটসঅ্যাপে চালু হলো কমিউনিটিজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হোয়াটসঅ্যাপে চালু হলো কমিউনিটিজ

November 04, 2022 09:12:38 PM   প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপে চালু হলো কমিউনিটিজ

কমিউনিটিজ ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন গ্রুপ তৈরি করে বিশেষ কমিউনিটির মধ্যে যোগাযোগ রাখতে পারবেন। এ ছাড়া হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একসঙ্গে ৩২ জনকে ভিডিও কল করার সুবিধা। গত বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কমিউনিটিজ ফিচারের অধীনে একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপ মেটার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গত বৃহস্পতিবার বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ কমিউনিটিজ ফিচার চালুর ঘোষণা দেন।
জাকারবার্গ বলেন, ‘আমরা হোয়াটসঅ্যাপে কমিউনিটিজ সুবিধা উন্মুক্ত করছি। এতে আরও উন্নত গ্রুপ সুবিধা মিলবে। বিশেষ করে একাধিক সাব-গ্রুপ তৈরি, একাধিক থ্রেড, নতুন চ্যানেল ঘোষণার মতো নানা সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া পোল বা জরিপ চালনার পাশাপাশি ৩২ জনকে ভিডিও কল করার সুবিধাও থাকবে। আর এসব কিছু হবে নিরাপদ অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন প্রযুক্তিতে।’ এ সুবিধা ব্যবহার করতে নতুন কমিউনিটি ট্যাব ব্যবহার করতে হবে। এটি অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপরে ও আইফোনে নিচে পাওয়া যাবে। সেখান থেকে নতুন কমিউনিটি তৈরি করে সেখানে বর্তমান গ্রুপগুলোকে রাখা যাবে। কমিউনিটি থেকে সহজে বিভিন্ন গ্রুপে ঢুকতে পারবেন ব্যবহারকারী। গ্রুপের প্রশাসকেরা কমিউনিটির হালনাগাদ তথ্য বিভিন্ন গ্রুপে দিতে পারবেন।
হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে বলেছে, কমিউনিটিজ সুবিধা দিয়ে আমরা বিভিন্ন সংস্থার মধ্যে নিরাপদ যোগাযোগের এমন একটি স্তর তৈরি করেছি, যা অন্য কোথাও পাওয়া যাবে না।