
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে পদযাত্রা করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে লক্ষ্মীপুরে পথযাত্রায় কর্মসূচিতে হাজার-হাজার নেতাকর্মীদের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ্যানীর লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণ থেকে পথযাত্রা কর্মসূচি র্যালি বের। মুহুর্তের মধ্যে হাজার-হাজার নেতাকর্মীর উপস্থিতিতে গোডাউন রোড থেকে দক্ষিণ তেহমুণী ট্রাফিক চত্বর প্রয়োজন জনসমুদ্র পরিনত হয়।
এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে লক্ষ্মীপুরের রাজপথ। সরকার বিরোধী স্লোগান আর বেশিভাগ নেতাকর্মীদের হাতে ছিলো লাঠি জিআই পাইপ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সর্বোচ্চ সর্তক। কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেননি।
পথযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বিএনপি নেতা অ্যাডভোট হাছিবুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, কৃষকদল নেতা আমির হোসেন চাষিসহ হাজার-হাজার নেতাকর্মী।
বিএনপি নেতা এ্যানি বলছেন, এ কর্মসূচি হচ্ছে আমাদের জেলা ভিত্তিক পথযাত্রা কর্মসূচি। আমরা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করছি। আমাদের উপস্থিতি দেখে আজ লক্ষ্মীপুরবাসী বুঝতে পারাচ্ছে বিএনপি হচ্ছে জনবান্ধন একটি দল। মানুষ এ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার আদায় করে নিবে। আর বেশিদূরে নয়।
এর আগে দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্যোগে উত্তর তেহমুণী বঙ্গবন্ধু চত্ত্বরে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়।