
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের নাচনাপারা গ্রামসংলগ্ন শিংখালী খাল ১৭ বছর পর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করতেন, যার ফলে সাধারণ জনগণ খালের পানি ব্যবহার করতে পারত না।
মঙ্গলবার (১১ মার্চ) আমতলী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফিরোজ খান তাপস, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হিমু আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম হাওলাদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. সাহিদা বেগম, আমতলী সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনাম সরকার এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোলায়মান গাজীসহ স্থানীয় ভুক্তভোগীদের উপস্থিতিতে খালটি উন্মুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, খালটি উন্মুক্ত হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে এবং এখন থেকে সাধারণ জনগণ স্বাভাবিকভাবে পানি ব্যবহার করতে পারবে।