
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে শুক্রবার বিকালে বিএনপির ৩১ দফার আলোকে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌচাক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শ্রী বিধান কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এড. রফিকুল ইসলাম।
এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডি জি রব্বানী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহসীন সরকার, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার খান, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম আজিম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানাজ আক্তার, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদ খান জয়নাল, উপজেলা যুব নেতা নাজমুল আলমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।