Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / ৭ বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ১০ বছর পলাতক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৭ বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ১০ বছর পলাতক

March 05, 2024 11:19:38 AM   নিজস্ব প্রতিবেদক
৭ বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ১০ বছর পলাতক

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় সাত বছরের কারাদণ্ড প্রাপ্ত মো. ইব্রাহিম (৪৫) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) বিকেলে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


আসামি ইব্রাহিম ভাদুঘর গ্রামের মহব্বত আলীর ছেলে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন  জানান, ২০১১ সালে ইব্রাহিমের বিরুদ্ধে একটি মাদক মামলা ছিল। সেই মামলায় ২০১৪ সালে আদালত রায়ে তাকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দেন। দণ্ডাদেশের পর থেকে ইব্রাহিম ১০ বছর ধরে পলাতক ছিলেন। অবশেষে তাকে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।


তিনি আরও জানান, আটকের পর সোমবার বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।