Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / ৯৯৯ সেবা সাময়িক বন্ধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৯৯৯ সেবা সাময়িক বন্ধ

April 04, 2023 06:41:40 PM   নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনী।

এছাড়া সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি, পুলিশ, র‍্যাব। এমন অবস্থায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা।

মঙ্গলবার (৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হলো।