
পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (৬ অক্টোবর) বিকেলে তিন জেলার প্রশাসন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, "খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের না যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এর আগে, ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তিন দিনের জন্য খাগড়াছড়ি ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, "পর্যটকদের নিরাপত্তা ও জানমালের ক্ষতি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাসন জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ বিরত রাখার আহ্বান জানিয়েছে।"
এর আগে ২৫ সেপ্টেম্বর থেকে রাঙামাটির সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছিল। এবার পুরো জেলাজুড়ে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসনও ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে বিরত থাকার আহ্বান জানিয়েছে। জেলার প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে সংঘাতের প্রেক্ষিতে প্রশাসন এ সতর্কতা জারি করেছে। গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার পর পাহাড়ি-বাঙালিদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এছাড়া, ১ অক্টোবর এক শিক্ষকের হত্যাকাণ্ডের পর খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কয়েকটি এলাকায় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্ম দেয়। নিরাপত্তা বজায় রাখতে এসব এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এমন প্রেক্ষাপটে, প্রশাসন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পাহাড়ে ভ্রমণ স্থগিত রাখার আহ্বান জানিয়েছে।