Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক

February 06, 2025 09:29:24 PM   অনলাইন ডেস্ক
অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাত আটটা নাগাদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

বিবিসি বাংলাকে এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, "তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আমাদের কাছে খবর আছে সে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। সে অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।"

তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ প্রশ্নে জানান, এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সেটি পরে জানানো হবে।

গত কয়েকদিন যাবত অভিনেত্রী শাওন ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের নিয়ে সমালোচনা করে পোস্ট দিয়েছেন। তিনি প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী।