Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / অস্বাস্থ্যকর বাতাসে বিশ্বের চতুর্থ স্থানে ঢাকা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অস্বাস্থ্যকর বাতাসে বিশ্বের চতুর্থ স্থানে ঢাকা

October 25, 2025 12:30:12 PM   অনলাইন ডেস্ক
অস্বাস্থ্যকর বাতাসে বিশ্বের চতুর্থ স্থানে ঢাকা

রাজধানী ঢাকার বাতাস আবারও অস্বাস্থ্যকর অবস্থায় নেমে এসেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ১৭৯। সূচক অনুযায়ী এটি ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের মূল কারণ বাতাসে থাকা অতিক্ষুদ্র বস্তুকণা, যাকে বলা হয় পিএম ২.৫। এই কণাগুলো মানুষের শ্বাসনালী, ফুসফুস ও হৃদযন্ত্রে প্রবেশ করে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যে মাত্রাকে নিরাপদ বলে ধরে নেয়, ঢাকায় সেই মাত্রার প্রায় ১৭ গুণ বেশি পিএম ২.৫ কণা বিদ্যমান—যা শহরবাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়।

রাজধানীর বিভিন্ন এলাকায় বায়ুর মানের পার্থক্যও স্পষ্ট। সকালে কল্যাণপুরে একিউআই স্কোর ছিল ২১২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এছাড়া বেচারাম দেউড়ি, দক্ষিণ পল্লবী, ইস্টার্ন হাউজিং, গোড়ান, মাদানি সরণির বেজ এজওয়াটার, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকাগুলোতেও বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে গেছে।

বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার চেয়েও বেশি দূষিত বাতাসে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৩৬৩—এটি ‘বিপজ্জনক’ শ্রেণির অন্তর্ভুক্ত। এর পরেই রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা, যেগুলোর বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত স্কোর ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হয়।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ঢাকার বর্তমান বায়ুমান শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘমেয়াদে এটি পুরো শহরের জনস্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।