Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

October 25, 2025 09:41:54 PM   অনলাইন ডেস্ক
গাইবান্ধায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:
‘স্বার্থের রাজনীতি নয়, মানবমুক্তির একমাত্র পথ তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা’ -এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় কর্মী সম্মেলন করেছে হেযবুত তওহীদ। শনিবার দুপুরে শহরের কুঠিপাড়ায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কর্মীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা সভাপতি জাহিদ হাসান (মুকুল)। তিনি বলেন, "হেযবুত তওহীদ মানুষের মুক্তির লক্ষ্যে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।" তিনি সংগঠনের নেতাকর্মীদের সব ধরনের স্বার্থের ঊর্ধ্বে থেকে আল্লাহর 'সত্যদ্বীন' প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে অন্যায় থেকে মুক্তি দেওয়ার জন্য কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি সোহরাব হোসেন সিরল এবং কুঠিপাড়া ইউনিটের সভাপতি মো. রিপন হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, ঘাগোয়া ইউনিয়ন সভাপতি মো. সাইদুর রহমান, শাপলামিল ইউনিট সভাপতি মো. খোকন মিয়া, বাজে ফুলছড়ি ইউনিট সভাপতি আলমগীর হোসেন এবং কাতলামারী ইউনিট সভাপতি মাহবুবুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।