Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাইয়ের হাতে ভাই খুন, আহত ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাইয়ের হাতে ভাই খুন, আহত ৩

October 25, 2025 09:14:33 PM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাইয়ের হাতে ভাই খুন, আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইদের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মাঠে এই ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের মহির উদ্দিন ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহির উদ্দিনের দুই পরিবারের সন্তানদের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে সকালে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে নিহতের ভাই শরিফুল ইসলাম, তার ছেলে এবং সৎভাই বাদল হোসেন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।