Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে তিন বছর ধরে মেয়ের ফেরার অপেক্ষায় বাবা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে তিন বছর ধরে মেয়ের ফেরার অপেক্ষায় বাবা

October 25, 2025 09:16:23 PM   অনলাইন ডেস্ক
নালিতাবাড়ীতে তিন বছর ধরে মেয়ের ফেরার অপেক্ষায় বাবা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ মেয়ের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন বাবা। গত ২০২৩ সালের ১০ জানুয়ারি সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর ওই কিশোরী আর ফিরে আসেনি।

নিখোঁজ কিশোরী মোছাঃ আজমেরি আক্তার (১৭) উপজেলার খরখরিয়াকান্দা গ্রামের মোঃ আল-আমিনের কন্যা। সে আবাবিল মহিলা কওমি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

নিখোঁজের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ জানুয়ারি সকালে আজমেরি আক্তার কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফিরেনি।

পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি এবং নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

আজমেরির বাবা আল-আমিন জানান, তার মেয়ের গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, মুখ গোলাকার এবং উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। নিখোঁজের সময় সে সেলোয়ার কামিজ ও কালো বোরকা পরেছিল।

বাবা আল-আমিন বলেন, দীর্ঘ তিন বছর কেটে গেছে, কিন্তু আমার মেয়ে আজমেরির কোনো খোঁজ পাইনি। প্রতিদিন তার নিরাপদে বাড়ি ফেরার জন্য দোয়া করি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন,আমি ২০২৪  সালের শেষ দিকে এই থানায় আসছি, আজ পর্যন্ত এই বিষয় নিয়ে মেয়ের কোন অভিভাবক থানায় আসেননি, আসলে অবশ্যই বিষয়টা দেখবো।