
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা পরোয়ানা প্রত্যাহার না হলে বা অকার্যকর না হলে, তিনি ইতালি সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার ইতালির সংবাদমাধ্যম আরএআই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
গাজায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত এবং হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গতকাল (বৃহস্পতিবার) আইসিসি এই পরোয়ানা জারি করে।
মন্ত্রী ক্রোসেত্তো বলেন, “আমরা আইসিসি গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী দেশ। আইসিসির পদক্ষেপ বাস্তবায়ন আমাদের বাধ্যবাধকতা। এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়।”
তবে, নেতানিয়াহুকে হামাসের সামরিক প্রধান দেইফের সঙ্গে একই লেভেলে বিচার করাকে ভুল হিসেবে অভিহিত করেছেন তিনি।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজিনি বলেছেন, “আমরা আইসিসিকে সমর্থন করি, তবে আদালতের প্রতিটি পদক্ষেপ আইনসম্মত হওয়া উচিত।”
আইসিসির কৌঁসুলি করিম খান বলেছেন, “নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে অভিযোগগুলোতে রয়েছে মানবিক ত্রাণ সরবরাহ বন্ধ করা, ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার এবং বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা।”
অন্যদিকে, হামাস নেতাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ, ধর্ষণ, এবং বন্দীদের যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।
ইতালির এই হুঁশিয়ারি আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে। আইসিসি-র পরোয়ানার মাধ্যমে গাজায় সংঘটিত অপরাধের তদন্তে নতুন মাত্রা যোগ হতে পারে।
সূত্র: এএফপি, এনডিটিভি, সিএনএন।