
ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। রোববার মধ্যরাতে পুরান ঢাকার বংশাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
হাজী সেলিমের নামে একাধিক মামলায় রয়েছে। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর ডিএমপির একটি গোয়েন্দা দল তাকে গ্রেফতার করে।
হাজি সেলিম এবং তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪শে সেপ্টেম্বর মামলা করে দুদক।
বিচারিক আদালত ২০০৮ সালের ২৭শে এপ্রিল মামলার রায়ে হাজি সেলিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। পরে ২০২২ সালে হাইকোর্ট তার ১০ বছরের কারাদণ্ড বহাল রাখে।
পরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর কিছুদিন কারাভোগের পর ২০২৩ সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাঁকে জামিন দেন।