Date: May 13, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

May 11, 2025 08:46:54 PM   অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

জাবি প্রতিনিধি:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে উল্লসিত হয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রথমে মিষ্টি বিতরণ করেন। এরপর সেখানে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতা আজ উচ্ছ্বসিত। দীর্ঘদিন ধরে এই দলের শাসনামলে দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দলীয়করণ এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের মতো ঘটনা ঘটেছে। এই নিষেধাজ্ঞা শিক্ষাঙ্গনে সহিংসতা রোধ এবং একটি শান্তিপূর্ণ, পাঠভিত্তিক পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতি শুদ্ধ হতে পারে। এতে নতুন নেতৃত্ব ও চিন্তাধারার উন্মেষ ঘটবে। আমরা এমন একটি রাজনীতি চাই, যেখানে গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষা সর্বোচ্চ গুরুত্ব পাবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আমরা আপাতত খুশি। তবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলটি নিষিদ্ধ হলে সেটিই হবে আমাদের চূড়ান্ত বিজয়। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনুযায়ী নেওয়া সিদ্ধান্তের জন্য আমরা ইন্টেরিম সরকারকে ধন্যবাদ জানাই।

এই প্রতিবাদ ও উদযাপন কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষে রাতেই তারা যার যার আবাসে ফিরে যায়।