
জয়পুরহাট (ভ্রাম্যমাণ) প্রতিনিধি:
আক্কেলপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার ৮ মার্চ সকাল ১১টায় জয়পুরহাট আক্কেলপুর উপজেলা চত্বরে ব্র্যাক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিনা আক্তার (ইউএনও)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম আকন্দ।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা, আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ, মোকছেদ আলী উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা রাধাশ্যাম আগরওয়ালা কোরবান আলী, এরিয়া ম্যানেজার ব্র্যাক, পরিবানু পল্লী সমাজের সভানেত্রী, মোছাঃ লিপি খাতুন অফিসার (সেলফ) সামাজিক ক্ষতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি ব্র্যাক এবং বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে গ্রহণ করা হয় নানা পদক্ষেপ। কিন্তু মনে প্রশ্ন জাগে, নারী হিসেবে ঠিক কতটা সমধিকার পাচ্ছি? এ সমাজে আমরা কতটা নিরাপদ? এটা বলছি না যে, কোনো পরিবর্তন হয়নি। কিছুটা পরিবর্তন তো অবশ্যই হয়েছে। অধিকারের দিক দিয়ে হয়তো আমরা খানিকটা এগিয়েছি কিন্তু নারীর নিরাপত্তা এখনো প্রশ্নবিদ্ধ। এ পুরুষ শাসিত সমাজে নারীরা আদ্য কি কোনো সম্মান পায়? যদি পেত তবে কী আজো বাংলার ঘরে ঘরে যৌতুকের জন্য নববধূকে জীবন দিতে হতো? যে দেশে পাঁচ বছরের বাচ্চাকে পঁয়তাল্লিশ বছরের ব্যক্তি ধর্ষণ করে সে দেশে নারীর নিরাপত্তা ঠিক কতটা?
বক্তারা আরও বলেন, একজন পুরুষ একজন নারীকে প্রত্যাখ্যান করতে পারে কিন্তু নারী যদি সেই একই কাজ করে, তাকে কুপিয়ে ফেলে রাখা হয় রাস্তায় আর জন্ম হয় খাদিজা, রিসার মত নারীদের। একজন নারী কতটা নিরাপত্তাহীনতা নিয়ে বাসার বাইরে বের হয়, তা শুধু সে নারীই জানেন। আতঙ্কে থাকেন, সম্মানটুকু নিয়ে বাসায় ফিরবেন তো?
বক্তারা বলেন, জাতি হিসেবে আমরা আজো এত পিছিয়ে। যেদিন থেকে সামাজিকভাবে নারীকে শুধু নারী না ভেবে, মানুষভেবে তাদের শ্রদ্ধা ও সম্মান করতে পারবে সেদিনই নারী তার সমধিকার পাবে। একটি জাতি পূর্বেও নারীর অবদান ছাড়া এগিয়ে যেতে পারেনি আর ভবিষ্যৎও পারবে না। এক্ষেত্রে পুরুষদের মানসিকতার পরিবর্তন জরুরি। নারীদেরও নিজ অধিকার সর্ম্পকে সচেতন হতে হবে। এবারের নারী দিবসে একটাই চাওয়া, নারী তার প্রাপ্য অধিকার নিয়ে পুরুষের পাশাপাশি যেন তালে তাল মিলিয়ে চলতে পারেএটাই আমাদের চাওয়া এটাই আমাদের প্রত্যাশা।