Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আজিমপুরে ঈদে মিলাদুন্নবী সঃ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজিমপুরে ঈদে মিলাদুন্নবী সঃ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

September 16, 2024 07:40:35 PM   অনলাইন ডেস্ক
আজিমপুরে ঈদে মিলাদুন্নবী সঃ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমপুরে খানকায়ে কুশায়ী দরবারের আয়োজনে রবিবার রাতে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা নাত-এ-রাসুল পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ধর্মীয় অনুভূতি জাগিয়ে তোলে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি নবীজীর (সাঃ) জীবন ও আদর্শের ওপর জোর দিয়ে মুসলিম জীবনে তার প্রভাব ও গুরুত্ব তুলে ধরেন।

মিলাদ মাহফিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুর রব, জালাল মিয়া, নাদিম মিয়া, বায়না নগরের পীর সাহেব বাড়ীর খানকার গদিনশীল মোহাম্মদ সাফেয়াত উল্লাহ চিশতি আল সাবেরী, ক্রীড়ানুরাগী সানি মাহতাব, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।