Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / দুই মামলায় ইঞ্জিনিয়ার তুহিনের জামিন নামঞ্জুর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুই মামলায় ইঞ্জিনিয়ার তুহিনের জামিন নামঞ্জুর

April 29, 2025 08:35:38 PM   অনলাইন ডেস্ক
দুই মামলায় ইঞ্জিনিয়ার তুহিনের জামিন নামঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় আত্মসমর্পণের পর জামিন আবেদন নামঞ্জুর করে বিএনপির নির্বাহী সদস্য, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। কর ফাঁকির মামলায় বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির উদ্দিন প্রামাণিক এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইঞ্জিনিয়ার তুহিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই। তিনি নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য।

জানা যায়, ২০০৭ সালে রাজধানীর গুলশান থানায় দুদক কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করে। পরবর্তীতে কর ফাঁকির মামলায় আদালত তাকে ২০০৮ সালে ৮ বছরের এবং অবৈধ সম্পদ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে প্রায় ১৮ বছর রাজনৈতিক আশ্রয়ে অবস্থানের পর চলতি বছরের ২২ এপ্রিল দেশে ফেরেন ইঞ্জিনিয়ার তুহিন। দেশে ফেরার সময় তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দায়ের করা মিথ্যা মামলাগুলোর বিরুদ্ধে আইনি লড়াইয়ে লিপ্ত হবেন।