Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ‘আদর্শ সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

‘আদর্শ সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

October 14, 2023 09:28:01 PM   নিজস্ব প্রতিবেদক
‘আদর্শ সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ওবায়দুল হক বাদল:
ঢাকায় ‘আদর্শ সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকাল ৪টায় রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সময় নিউজ টুয়েন্টিফোর ডট কম।

সময় নিউজ টুয়েন্টিফোর ডট কম এর প্রধান সম্পাদক ও প্রকাশক দেওয়ান মশিউর রেজা চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি আবুল খায়ের, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক, দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম সামসুল হুদা, বাচসাস এর সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, মিডিয়া জার্নালিস্ট ফোরামের সভাপতি বাদল চৌধুরীসহ সুধীজনেরা।