জিম্বাবুয়ের ঘরের মাঠে এক যুগ পর টেস্ট জিতে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলো আফগানিস্তান। ২০১৩ সালের পর হারারেতে ঘরের মাঠে কোনো টেস্ট জেতেনি জিম্বাবুয়ে। তবে ক্রিকেট দুনিয়ার নজর কাড়ার মতো এই ম্যাচে ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন দল আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়ে দিয়েছিল।
যদিও জয়টি আফগানিস্তানের জন্য বড় অর্জন, তবুও খেলোয়াড়রা আইসিসি থেকে শাস্তি মেনে নিতে হয়েছে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত একমাত্র টেস্টে মন্থর ওভার-রেটের কারণে আফগানিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত ওভার সংখ্যা পূর্ণ না হয়, তাহলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করতে হয়। আফগানিস্তান এই ম্যাচে মোট ৫ ওভার কম করেছে, তাই অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি স্বীকার করেছেন এবং আইসিসির দেওয়া জরিমানাটি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচের বিবরণ অনুযায়ী, আফগানিস্তান টস হেরে আগে ব্যাট করার সুযোগ পায়। প্রথম ইনিংসে তারা মাত্র ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩৫৯ রান তুলে বড় ব্যবধান তৈরি করে। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ১৫৯ রানে অলআউট হয়, যার ফলে জিম্বাবুয়ে ইনিংস ও ৭৩ রানে জয় লাভ করে।
এই জয় আফগানিস্তানের ক্রিকেটে একটি বড় মাইলফলক, তবে মন্থর ওভার-রেটের কারণে তাদের আনন্দ কিছুটা কমে গেছে। এটি পরিস্কারভাবে দেখায় যে, আন্তর্জাতিক ক্রিকেটে কৌশলগত ও সময়ানুবর্তিতা কতটা গুরুত্বপূর্ণ।