Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১০০ ছড়িয়েছে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১০০ ছড়িয়েছে

June 24, 2022 10:40:28 PM  
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১০০ ছড়িয়েছে

আফগানিস্তানে মঙ্গলবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১৫০ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সির মহাপরিচালক আবদুল ওয়াহিদ রায়ান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে টোলো নিউজ।

আবদুল ওয়াহিদ রায়ান জানান, দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার এই কম্পনে অন্তত এক হাজার ৬০০ মানুষ আহত হয়েছে। এছাড়া এক হাজার ৮০০টির মতো ঘরবাড়ি একদম তছনছ হয়ে গেছে।

ইতোমধ্যে পাকিস্তান, কাতার ও ইরান থেকে মানবিক সহায়তা পৌঁছেছে বলে জানান এই কর্মকর্তা।

আফগান সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু বাড়িঘর। কম্বলে মোড়ানো মরদেহের সারি মাটিতে রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবি জানিয়েছেন, আহতদের উদ্ধারে এবং খাবার ও জরুরি চিকিৎসা পণ্য পরিবহনে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘কিছু গ্রাম পাহাড়ের দুর্গম অঞ্চলে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে এবং বিস্তারিত সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে।‌‌’