
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী আবুল কাশেমকে (২৩) কুপিয়ে হত্যা করে তার সঙ্গে থাকা প্রায় ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত কাশেম গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মোঃ নুর উদ্দিন মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাড়ির পাশে ধান ক্ষেতে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই সাইদুল জানান, কাশেম বিকাশ ও ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়। তার সঙ্গে থাকা প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।