Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

September 28, 2024 07:44:24 PM   উপজেলা প্রতিনিধি
আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে বিকাশ ব্যবসায়ী আবুল কাসেম (২৩) হত্যার ঘটনায় ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বাবা মো. নুরু উদ্দিন মোল্লা বাদী হয়ে এই মামলা করেন। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন ২ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে ৬ লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে কুপিয়ে খুন হন আবুল কাসেম। দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় তার ভাইরা খুঁজতে বের হলে ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় কাসেমকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মামলার পর পুলিশ পটুয়াখালীর কলাতলা ও কেওয়াবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে নিজাম (৪৭) ও কামাল (৪৫) নামে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

নিহতের বাবা মো. নুর উদ্দিন মোল্লা বলেন, "আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন সেরনিয়াবাদ জানান, মামলার পর সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।