Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ার ইউপি সদস্য হালিম মৃধার ঈদ শুভেচ্ছা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়ার ইউপি সদস্য হালিম মৃধার ঈদ শুভেচ্ছা

April 18, 2023 10:26:39 PM   দেশজুড়ে ডেস্ক
আশুলিয়ার ইউপি সদস্য হালিম মৃধার ঈদ শুভেচ্ছা

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের ১ংওয়ার্ডের ইউপি সদস্য হালিম মৃধা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র ওমরাহ পালন করে  দেশবাসীর দোয়ায় দেশে ফিরে এসেছি। পবিত্র ওমরাহ শেষে দেশবাসীর সুস্বাস্থ্যতা ও মঙ্গল কামনায় দোয়া করেছেন।

তিনি আরও বলেন, আশুলিয়া  শ্রমিক অধ্যুষিত এলাকা, এখান থেকে লক্ষ লক্ষ মানুষ গ্রামের বাড়িতে ঈদ করতে যাবে। আমি তাদের শুভ যাত্রার কামনা করি। তারা যেন নির্বিঘ্নে ঈদ করে যার যার কর্মস্থলে  ফিরে আসে।

শ্রমিক ভাই-বোনদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন কোনরকম বিশৃঙ্খলা অথবা হুড়াহুড়ি করে গাড়িতে অধিক যাত্রী হয়ে যাত্রা না করেন। ইউপি সদস্য হয়েছি শ্রমিকদের ভোটে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং তাদের সুখে দুখে আমি পাশে থেকে কাজ করে যেতে চাই। দেশবাসী সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।