
আশুলিয়া বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির উদ্যেগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়া শিমুলতলা এলাকায় মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দু।
বক্তারা বলেন, অবিলম্বে পোষাক খাতে মজুরি বোর্ড পূর্নঃগঠন করে শ্রমিকদের জন্য ৭০ ভাগ মূল্য মজুরি সহ ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো দাবিতে কেন্দ্রীয় কমিটির কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই দাবি করে যাচ্ছি। আজকে লাগামহীন মূল্যের উদ্যো গতিতে শ্রমিক মেহনতী মানুষ আজ দিশেহারা।শিল্প মালিকরা আজকে শ্রমিক ছাটাই এর প্রতিযোগিতায় নেমেছে আমরা বলতে চাই আপনাদের এই অট্টালিকা থেকে সেকেন্ড হোম করার যেই অর্থ আপনারা উপার্জন করেছেন এই শ্রমিকদের শ্রমের বিনিময়ে।
আশুলিয়া বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সভাপতি আলমগীর হোসেনের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শফিকুল ইসলাম (বাবু) সহ আশুলিয়া বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।