
দাউদুল ইসলাম নয়ন:
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশনের অভিযানের পাঁচশ' বাসা বাড়ির অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশনের ম্যানেজার আবু শাদাত মোহাম্মদ সায়েমের উপস্থিতিতে প্রায় দুই কিলোমিটার এলাকায় পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশনের ম্যানেজার আবু শাদাত মোহাম্মদ সায়েমে বলেন, আশুলিয়া বিভিন্ন এলাকা থেকে বারবার অবৈধ সংযোগ বিছিন্ন কোরে আসছি। দুষ্কৃতিকারীরা নিম্নমানের ফাইভ ফিটিং দিয়ে উচ্চচাপ বিশিষ্ট লাইন থেকে সংযোগ দিয়ে আসছে। এ অবস্থায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ইতিমধ্যে আমরা দেখেছি আশুলিয়ার অনেক জায়গায় গ্যাস বিস্ফোরণ শিশুসহ অনেকেই নিহত এবং আহত হয়েছেন । গ্যাস আইন অনুযায়ী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যাবস্তা গ্রহণ করলে আইনটি জামিন যোগ্য হওয়ায় দুষ্কৃতিকারীরা পার পেয়ে যাচ্ছে । দেশের এই প্রাকৃতিক সম্পদ দুষ্কৃতিকারীরা অবৈধভাবে ব্যবহার করে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
তিনি আরো বলেন, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশনের আওতাধীন এলাকায় একটি অবৈধ সংযোগ থাকা পর্যন্ত অভিযান চলমান থাকবে ।
এদিকে এলাকায় ঘুরে দেখা যায়, যারা বৈধ গ্যাস সংযোগ ব্যবহার করছে তাদের গ্যাস সংকট দেখা দিয়েছে। আশুলিয়ায় শ্রমিক অধ্যুষিত এবং নিম্ন আয়ের মানুষের বসবাস বাড়ির মালিকরা গ্যাস সহ রুম ভাড়া দিয়ে থাকেন। কিন্তু শ্রমিকরা আজকে অসহায় তারা রান্না করার জন্য পর্যাপ্ত গ্যাস না থাকায় সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে এ যেন মরার উপরে খরার ঘা।