
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নে জামগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১, ২, ৩নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমত আলী দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা, আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভূঁইয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য অধ্যক্ষ আঃ কাদির দেওয়ান, মোঃ লিয়াকত আলী দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বশির আহমেদ ভূঁইয়া, আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন মীর।
এ সময় ১নং ওয়ার্ডের মেম্বার হালিম মৃধা, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ ইউনুছ পালোয়ান, সাবেক মেম্বার আবু তাহের মৃধা, ১ নং ওয়ার্ড মেম্বার হালিম মৃধা জলবদ্ধতায় গার্মেন্টস শ্রমিকদের দুর্ভোগের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, আশুলিয়া ডিইপিজেড এলাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে জামগড়া। জামগড়ায় একটু বৃষ্টি হলেই হাটু সমান কাদা পানি জমে থাকে। এই অবস্থায় শ্রমিকদের যাতায়াতের কষ্ট হয়। তিনি বলেন, ইতিমধ্যেই আমাদের সাভারের গণমানুষের নেতা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা কাজ হাতে নিয়েছেন বলে আমরা জেনেছি। আমাদের অঞ্চলের অসহায় মানুষের পাশে তিনি দাঁড়িয়ে প্রমাণ করেছেন অসহায় মানুষের নেতা । সামনে নির্বাচনে ডাক্তার এনামুর রহমান আমরা বিপুল ভোটে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভূঁইয়া বলেন, এলাকার জলাবদ্ধতার কারণে এলাকার বাসিন্দাদের অপরিকল্পিত ঘনবসতি কারণ । আজকে জলাবদ্ধতা তৈরি হয়েছে এই এলাকায় ধারণ ক্ষমতা হচ্ছে ১০০ জন সেখানে করা হয়েছে এক হাজার জনের এমতাবস্থায় পানি নিষ্কাশনের ব্যবস্থা সংকীর্ণ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে । সকলের এগিয়ে আসলে এই দুর্ভোগ থেকে এই এলাকার জনগণ শান্তিতে বসবাস করতে পারবে।
ইয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাষ্টার অসুস্থ থাকায় চিকিৎসার জন্য চেন্নাইতে অবস্থান করছে তার রোগ মুক্তি কামনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম নিজেই দোয়া পরিচালনা করেন।
এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।