Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব সুবর্ণচর’র ঈদ পুনর্মিলনী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব সুবর্ণচর’র ঈদ পুনর্মিলনী

April 24, 2023 11:15:01 PM   দেশজুড়ে ডেস্ক
ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব সুবর্ণচর’র ঈদ পুনর্মিলনী

সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালী সুবর্ণচর উপজেলার স্থানীয় প্রকৌশলীদের অরাজনৈতিক সংগঠন “ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব সুবর্ণচর” এর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সকাল ১১টায় উপজেলার দক্ষিণ হালিম বাজার নূরানী গ্রুপ মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সুবর্ণচর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. খালেদ মাহমুদ সাইফুল্লাহ।
প্রকৌশলী মো. আলাউদ্দিন আলোর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী লক্ষণ চন্দ্র দাস, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন রিফাত, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ফাহাদ নূর, সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মো. আলাউদ্দিন, প্রকৌশলী কামরুল ইসলাম, ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের শিক্ষক আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার শিমুল চন্দ্র নাথ, নেসকোর প্রকৌশলী মেসবাহ আহমেদ শাওন, সহকারী প্রকৌশলী (এইচএফ ও নোয়াখালী) আব্দুস সামাদ, প্রকৌশলী লক্ষণ চন্দ্র দাস, আব্দুস সামাদ, আলাউদ্দিন আলো প্রমুখ।
স্বাগত বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মো. খালেদ মাহমুদ সাইফুল্লাহ এসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বলেন, ‘ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব সুবর্ণচর’ উপজেলার সকল ইঞ্জিনিয়ারদের একটা অরাজনৈতিক সংগঠন। এ সংগঠন প্রকৌশলীদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে। এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা, ভবিষ্যৎ টেকনিক্যাল শিক্ষায় ক্যারিয়ার গঠনে ছাত্র-ছাত্রীদের দিকনির্দেশনা, অসুস্থ-গরীব অসহায়দের চিকিৎসা সেবা প্রদান, দুস্থ মানুষদের আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এ সংগঠন।