
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা প্রদানকারী শীর্ষস্থানীয় ক্যারিয়ার মেন্টর ও কর্পোরেট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী। আলোচনা সেশনে বক্তৃতা করেন লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট বিসিএস ক্যাডার রবিউল আলম লুইপা, খায়রুলস বেসিক ও ব্যাংক ম্যাথের লেখক খায়রুল আলম, চাকরি প্রস্তুতি বিষয়ক প্ল্যাটফর্ম 'ক্যারিয়ার ম্যাপ'-এর সিইও মোহাম্মদ জাসিম উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াজিদুর রহমান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লি. এর কুষ্টিয়ার রিজিওনাল হেড শাহ মো. আবু আলমগীর সিদ্দিকী, এইচ আর পারসেপশন-এর প্রতিষ্ঠাতা ও সিইও সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেখ মেহেদী হাসান।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি রনি সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামিহা খান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট, ক্যারিয়ার ক্লাবের সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ রিয়াদ ও সুকান্ত দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্পোরেট সেক্টরে ভালো করতে কমিউনিকেশন স্কিল, উপস্থাপনা শৈলী, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেখ মেহেদী হাসান বলেন, “স্বপ্নটা সবসময় বড় রাখতে হবে এবং স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম করতে হবে। চাকরির প্রস্তুতির জন্য দমে না গিয়ে প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করে প্রস্তুতি নিতে হবে।”
লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট রবিউল আলম লুইপা জানান, "চাকরি বাজারে প্রবেশের আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। একাডেমিক শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে নজর দিতে হবে।"
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় 'Career Map' টাইটেল স্পন্সর হিসেবে এবং 'গণমত' জনসচেতনতামূলক প্ল্যাটফর্ম হিসেবে অংশ নেয়।