
গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার ৪৩৮ জনে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানা গেছে। এছাড়াও, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় ৯৯ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৯৩ জন আহত হয়েছেন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গাজা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রেখেছে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাতে থাকে। এতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
এই আক্রমণের কারণে প্রায় ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাসিন্দা গৃহহীন হয়েছেন। জাতিসংঘের তথ্যানুযায়ী, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, যা গাজাবাসীকে চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে।