Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযোগ তদন্ত করবে ফিফা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযোগ তদন্ত করবে ফিফা

October 04, 2024 08:15:21 PM   অনলাইন ডেস্ক
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযোগ তদন্ত করবে ফিফা

গত মে মাসে ব্যাংককে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) ও যেকোনো প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। একইসঙ্গে তারা ইসরায়েলের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও তোলে।

ফিফা এখনও ইসরায়েলকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে তারা বৈষম্যবিরোধী নীতি ভাঙার অভিযোগের তদন্ত করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। প্রায় সাত মাস পর পিএফএ ফুটবলে তাদের নিষিদ্ধের দাবি জানায়। গত ২০ জুলাইয়ের আগে ফিফার রুলিং কাউন্সিলের একটি বিশেষ সভা ডাকার পরিকল্পনা ছিল, যেখানে স্বাধীনভাবে করা আইনি বিশ্লেষণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের কথা ছিল।

কিন্তু প্রতিবেদনের প্রস্তুতির জন্য আইনি বিশেষজ্ঞদের আরও সময় দেওয়া হয়। গত বৃহস্পতিবার জুরিখে প্রধান কার্যালয়ে আইনি বিশ্লেষণটি গ্রহণ করে ফিফা। এর পরিপ্রেক্ষিতে পিএফএ’র আনা বৈষম্যবিরোধী নীতি ভাঙার অভিযোগ তদন্তের দায়িত্ব শৃঙ্খলা কমিটিকে দেওয়া হয়েছে। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের ফুটবল দলগুলোর ইসরায়েলি প্রতিযোগিতায় খেলার বিষয়টি নিয়েও তদন্ত করবে গভর্নেন্স, অডিট ও কমপ্লায়েন্স কমিটি।

ইসরায়েলকে নিষিদ্ধের জন্য ভোটাভুটির প্রস্তাব উত্থাপনে অনীহা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, “অত্যন্ত সংবেদনশীল এই ব্যাপারে ফিফা কাউন্সিল যথাযথ সতর্কতা অবলম্বন করেছে এবং বিস্তারিত মূল্যায়নের ভিত্তিতে আমরা স্বাধীন আইনি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে কাজ করছি। সেখানে চলমান সহিংসতা দাবি করে যে, আমাদের প্রয়োজন শান্তি।”

ব্যাংককে ফিফা কংগ্রেসে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে পিএফএ প্রধান জিব্রিল রাজুব বলেন, “এই সীমালঙ্ঘনের ব্যাপারে ফিফা উদাসীন থাকতে পারে না।” তিনি অবিলম্বে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানান।

আইএফএ প্রধান শিনো মোশে জুয়ারেস এই অভিযোগ নাকচ করে বলেন, “এই অভিযোগ কৃত্রিম, রাজনৈতিক ও শত্রুভাবাপন্ন। আইএফএ ফিফার কোনো নিয়ম ভঙ্গ করেনি।”

১১ মাস ধরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০৫ জন লোক মারা গেছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক ছিলেন। অন্যদিকে, ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ৪১ হাজার ৭৮৮ জন লোক মারা গেছেন, যার বেশিরভাগই সাধারণ নাগরিক।

জাতিসংঘের বিশেষজ্ঞ দল জানায়, অন্তত আটটি ক্লাব দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি বসতিতে গড়ে উঠেছে বা সেখানে খেলে থাকে। বিশেষজ্ঞরা বলেন, “এটা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।” তারা ফিফাকে বৈষম্যমূলক আচরণ ও বর্ণবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন।