Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইসরায়েলি বাহিনীর বিবৃতি: হামলায় গাজায় হামাস সরকারের প্রধান নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইসরায়েলি বাহিনীর বিবৃতি: হামলায় গাজায় হামাস সরকারের প্রধান নিহত

October 03, 2024 06:57:18 PM   অনলাইন ডেস্ক
ইসরায়েলি বাহিনীর বিবৃতি: হামলায় গাজায় হামাস সরকারের প্রধান নিহত

ইসরায়েলি বাহিনীর একটি সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হামাস সরকারের প্রধান রাভি মুশতাহাসহ আরও দুজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। এই হামলা তিন মাস আগে সংঘটিত হয়েছিল বলে ইসরায়েল দাবি করেছে। নিহত অন্য দুই নেতা হলেন হামাসের রাজনৈতিক ব্যুরো নিরাপত্তা প্রধান সামেহ আল-সিরাজ এবং হামাসের কমান্ডার সামি উদেহ।

ইসরায়েলি বাহিনী তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে, রাভি মুশতাহা হামাসের শীর্ষ নেতাদের একজন ছিলেন এবং হামাসের যোদ্ধাদের মোতায়েন এবং কৌশল নির্ধারণে সরাসরি ভূমিকা রাখতেন।

ইসরায়েলের বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকেই গাজায় ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়ে আসছে। সেই আক্রমণে ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যেখানে ইসরায়েলি সেনারা হামাসকে নির্মূল করার কথা বলে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে।