Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫৩, লেবাননে ২১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫৩, লেবাননে ২১

October 28, 2024 10:43:38 AM   অনলাইন ডেস্ক
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫৩, লেবাননে ২১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট নিহতের সংখ্যা ৪২ হাজার ৯২০ ছাড়িয়েছে। একই সময়ে লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ২১ জন লেবানিজ নিহত হয়েছেন। সোমবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটির বরাতে জানা যায়, রোববার গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৫৩ জনের মধ্যে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন উত্তরাঞ্চলে। গাজার আবাসিক এলাকায় বোমা হামলা ও গণগ্রেপ্তার চালিয়ে ইসরায়েল অবরোধ আরও জোরদার করেছে।

ফিলিস্তিনি চিকিৎসক হুসেইন আল-হালাবি বলেন, “ইসরায়েলি যুদ্ধবিমান আসমা স্কুলে হামলা চালিয়েছে, যা জাবালিয়া এবং গাজা শহরের পশ্চিম এলাকা থেকে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল ছিল। আহতদের অনেককে আল-আহলি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত অবস্থায় আটকা পড়েছেন।”

গত চার সপ্তাহ ধরে উত্তর গাজায় ইসরায়েলের হামলায় অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে কিছু মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে।

অন্যদিকে, লেবাননে ইসরায়েলি হামলায় রবিবার আরও ২১ জন নিহত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল বৈরুতসহ দেশজুড়ে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে, যার লক্ষ্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান, অবকাঠামো এবং অস্ত্রাগার।

হিজবুল্লাহর দাবি, গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যা করা হয়েছে। তবে ঠিক কত দিনে এ সেনারা নিহত হয়েছেন, তা স্পষ্ট করেনি গোষ্ঠীটি। এর আগের সপ্তাহে হিজবুল্লাহ ৫৫ জন ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছিল। গত বছরের অক্টোবরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে মোট মৃতের সংখ্যা ইতোমধ্যে আড়াই হাজার ছাড়িয়েছে।