
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জুমার খুতবা দিয়েছেন, যেখানে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলার প্রশংসা করেন এবং একে ‘ন্যূনতম শাস্তি’ হিসেবে অভিহিত করেন।
তিনি ইসরায়েলকে ‘রক্তচোষা’ শাসকগোষ্ঠী হিসেবে উল্লেখ করে বলেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে কোনও প্রয়োজনীয় পদক্ষেপ সাহসিকতার সঙ্গে গ্রহণ করবে। খামেনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের বিষয়ে ইরান কোনো ‘দ্বিধা’ বা ‘দীর্ঘসূত্রিতা’ করবে না।
তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা মসজিদে দেওয়া এই খুতবায় তিনি বিশ্বব্যাপী মুসলিমদের এক হওয়ার আহ্বান জানান এবং কোরআনের নীতির ভিত্তিতে ঐক্যের ওপর জোর দেন।
খামেনি এই খুতবা দিলেন হামাস-ইসরায়েল যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন পর।