Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঈদযাত্রার শেষ দিনেও রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈদযাত্রার শেষ দিনেও রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়

March 30, 2025 01:08:04 PM   অনলাইন ডেস্ক
ঈদযাত্রার শেষ দিনেও রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। আজও রাজধানীর কমলাপুরসহ বিভিন্ন রেলস্টেশনে উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে এবার বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে, ফলে যাত্রীদের ভোগান্তি অন্যান্য বছরের তুলনায় কম।

আজ (৩০ মার্চ) ট্রেনে ঈদযাত্রার সপ্তম ও শেষ দিনে প্রচণ্ড ভিড় থাকলেও ৯৮ শতাংশ ট্রেন সময়সূচি মেনে চলছে। ফলে স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার বিড়ম্বনা কমেছে। শনিবার ভোর ৪:৪৫ থেকে সকাল ১১টা পর্যন্ত ২২টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।

বলাকা, তুরাগ এক্সপ্রেস, জয়দেবপুর কমিউটার, দেওয়ানগঞ্জ, ধূমকেতু, পর্যটক এক্সপ্রেস, পারাবত, নীলসাগর, সোনার বাংলা, সৈয়দপুর, তিস্তা, মহানগর প্রভাতী, সুন্দরবন, মহুয়া, বুড়িমারী, কর্ণফুলী, রংপুর, কিশোরগঞ্জ, জামালপুর এক্সপ্রেস, একতা, রূপসী বাংলা এক্সপ্রেসসহ মোট ২৩টি ট্রেন।

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, প্ল্যাটফর্মে মানুষের ঢল। প্রতিটি কোচ যাত্রীতে পূর্ণ, ফলে অনেককে দাঁড়িয়ে ভ্রমণ করতে হচ্ছে। এসি-কোচ ছাড়া অন্যসব কোচে গাদাগাদি অবস্থা। শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করলেও ছাদে যাত্রী ওঠা ঠেকানো যাচ্ছে না।

একজন যাত্রী বলেন, "অন্য বছর টিকিটের জন্য দীর্ঘ ভোগান্তি পোহাতে হতো, এবার সহজেই পেয়েছি। তবে ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ করা দরকার।"

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, এবার ট্রেন শিডিউল বিপর্যয় নেই বললেই চলে। এর পেছনে যমুনা ও পদ্মা রেলসেতুর ভূমিকা রয়েছে। তিনি বলেন, “যমুনা সেতু দিয়ে অতিরিক্ত সময় লাগত, যা এবার সাশ্রয় হয়েছে। পদ্মা সেতু দিয়েও কিছু ট্রেন চলাচল করছে, ফলে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হয়েছে।”

তিনি আরও বলেন, "ছাদে যাত্রী নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু অনেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে উঠে যাচ্ছেন, তাদের নামাতে গেলে দুর্ঘটনার শঙ্কা থাকে।"

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় মোট ৭১টি ট্রেন চলাচল করছে, এর মধ্যে ৪৬টি আন্তঃনগর ট্রেন। নিরাপত্তা জোরদার করতে স্টেশনে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, "৪৬টি আন্তঃনগর ট্রেনের মধ্যে মাত্র তিনটি ট্রেন ১০-৩০ মিনিট দেরিতে ছেড়েছে, তা-ও ছাদ থেকে যাত্রী নামানোর কারণে।"

মো. নিজাম উদ্দিন, একজন দীর্ঘদিনের যাত্রী বলেন, "গত ২০-২২ বছরে এত শৃঙ্খল ব্যবস্থা দেখিনি। আগে টিকিট পেতে লাইনম্যানকে ঘুষ দিতে হতো, এবার সেটা লাগেনি।"

অপর যাত্রী মো. সুজন বলেন, "পরিবার নিয়ে যাচ্ছি, এবার সবকিছু ঠিকঠাক লেগেছে। তবে ছাদে অতিরিক্ত যাত্রী তোলা বন্ধ করা উচিত।"

রেলওয়ে মহাপরিচালক আশ্বাস দিয়ে বলেন, "ফেরার পথেও যাত্রীরা যাতে স্বস্তিতে আসতে পারেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে।"

উল্লেখ্য, আগাম টিকিটে ঈদযাত্রা শুরু হয় ২৪ মার্চ। আজ ঈদযাত্রার শেষ দিন হলেও রেলস্টেশনগুলোতে এখনো যাত্রীদের চাপ কমেনি।