Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / উত্তেজনার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র সংগঠনের নাম প্রকাশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উত্তেজনার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র সংগঠনের নাম প্রকাশ

February 26, 2025 07:37:59 PM   অনলাইন ডেস্ক
উত্তেজনার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র সংগঠনের নাম প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বেলা ৩টায় সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল, কিন্তু ধাক্কাধাক্কি ও বিক্ষোভের কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরও অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি।

পরে, সোয়া পাঁচটার দিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্যতম, আবু বাকের মজুমদার, নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করেন। তখনও কিছু তরুণ স্লোগান দিতে থাকেন এবং উত্তেজনা ছড়ায়। নতুন ছাত্র সংগঠনের নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদ বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেন। এই সময় তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাক্কাধাক্কি হয় এবং স্লোগান দেওয়া হয়।

নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সদস্য সচিব হিসেবে মাহির আলমের নাম ঘোষণা করা হয়।

সংগঠনটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’। সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাথে নতুন সংগঠনের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না এবং নতুন রাজনৈতিক দলের সাথেও এর কোনো সম্পর্ক থাকবে না। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে।