Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / এবার বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ঝালকাঠি জেলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এবার বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ঝালকাঠি জেলা

October 15, 2024 08:37:28 PM   অনলাইন ডেস্ক
এবার বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ঝালকাঠি জেলা

ঝালকাঠি জেলা এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

অপরদিকে, এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। এই বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫১ শতাংশ। এরপর মানবিক বিভাগে পাসের হার ৭৯ দশমিক ১৮ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৭ দশমিক ২০ শতাংশ।

বোর্ড চেয়ারম্যান জানান, দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬ শতাংশ। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা এ বছর ৮৩ দশমিক ৯৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া চতুর্থ অবস্থানে পিরোজপুর জেলা, যেখানে পাসের হার ৮২ দশমিক ৯৪ শতাংশ। পঞ্চম স্থানে থাকা বরগুনা জেলার পাসের হার ৭৯ দশমিক ০২ শতাংশ।

সবার শেষে রয়েছে পটুয়াখালী জেলা, যার পাসের হার ৭৪ দশমিক ৮২ শতাংশ। তবে, গত বছরের তুলনায় এ বছর সব জেলায় গড় পাসের হার বেড়েছে।

এছাড়া, জিপিএ-৫ অর্জনে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। এই বিভাগে ২ হাজার ২৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে ১ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।