Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

June 16, 2023 02:06:05 PM   জেলা প্রতিনিধি
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে ‘এসো আলোর সন্ধানে’ যুব সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, দোয়া, আলোচনা সভা, শ্রেষ্ঠ  স্বেচ্ছাসেবক সম্মাননা, গর্বীনি মা সম্মাননা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেলিযোগাযোগ অধিদপ্তরের পরিচালক লায়ন প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিদ্যানিকেতন হাই স্কুলের ভাইস-চেয়ারম্যান ও সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আব্দুস সালাম, সংগঠনটির উপদেষ্টা এড. মোঃ নবী হোসেন, লায়ন জেলা-৩১৫ এ ২ বাংলাদেশ এর ক্যাবিনেট ট্রেজারার নাসির হায়দার।

আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা হাবিবুর রহমান, আবুল হাসান সুইট, আমিরুল রসুল রানা, সোহেল হাওলাদা, মোঃ ফয়সাল আহমেদ, আজীবন সদস্য আলীম ভূইয়া স্বপন, মফিজুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক জোহরা আক্তার জেমী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, কাশীপুর দক্ষিন গোয়ালবন্দ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আশরাফী।

জানা যায়, সরকার অনুমোদিত যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত না.গঞ্জ-৭০, সদর-৩৫ ‘এসো আলোর সন্ধানে'’ সেচ্ছাসেবামূলক, অরাজনৈতিক ও সামাজিক যুব সংগঠন।  সংগঠনটি ২০১৫  সালের নারায়ণগঞ্জ জেলার  ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সৃষ্ট একটি অরাজনৈতিক সেবামূলক সামাজিক সংগঠন। সংগঠনের সদস্য ও উপদেষ্টাদের সহযোগিতায়  হাটি-হাটি পা-পা করে এগিয়ে চলছে।

সকল সদস্য ও উপদেষ্টাদের নিয়মিত চাঁদায় প্রতিনিয়ত নানাবিধ সামাজিক অনুষ্ঠান ও মেধাবী অভাবগ্রস্থ শিক্ষার্থী, পথশিশু, অসহায় গরিব, সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতা সেবামূলক কাজ করে যাচ্ছে এই সংগঠন। সমাজ থেকে অন্ধকার দূর করে, মানুষের মাঝে আলোর প্রদীপ জালানোর প্রচেষ্টায় “নতুন প্রজন্মের নতুন দিনে, এগিয়ে এসো আলোর সন্ধানে”  স্লোগান সামনে রেখে  এগিয়ে যাচ্ছে সংগঠনটি। মানবসেবায় এগিয়ে যুব সংগঠনটি গরিব-অসহায় মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন সংগঠনের কর্মীরা।