Date: October 25, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারণী ওয়ানডে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারণী ওয়ানডে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

October 23, 2025 01:32:28 PM   ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারণী ওয়ানডে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারণী ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টায়।

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় সত্ত্বেও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে অবিশ্বাস্যভাবে ‘টাই’ করতে হয়, এরপর সুপার ওভারে হেরে যায় টাইগাররা। ফলে সিরিজ এখন ১-১ সমতায় দাঁড়িয়ে, আর আজকের ম্যাচকে অনানুষ্ঠানিকভাবে সিরিজের ফাইনাল বলা যায়।

মিরাজের দল স্পিননির্ভর ঘরের মাঠের উইকেটে নিজেদের সুবিধাজনক অবস্থান তৈরি করেও সিরিজ নিশ্চিত করতে পারেনি। আজকের ম্যাচে তাই বাংলাদেশকে ঘরের মাঠে হার এড়াতে ও সিরিজ জেতার জন্য মরিয়া হয়ে নামতে হবে।

বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন হয়নি। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স ও নেতৃত্ব। মাঠে ব্যাট-বলে অবদান কম থাকায় এবং ড্রেসিংরুমে নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জনের কারণে সব নজর এখন মিরাজের উপর। তার নিজস্ব পারফরম্যান্স ও নেতৃত্বই নির্ধারণ করবে আজকের ম্যাচ ও সিরিজের ভাগ্য।

বাংলাদেশের একাদশে রয়েছেন সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।