Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় মাছ ব্যবসায়ীর জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় মাছ ব্যবসায়ীর জরিমানা

February 23, 2023 12:12:28 AM   দেশজুড়ে ডেস্ক
কাউনিয়ায় মাছ ব্যবসায়ীর জরিমানা

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় ওজনে কম দেওয়ার অপরাধে মজিদ নামের এক মাছ ব্যবসায়ীর এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়।

বুধবার দুপুরে উপজেলার মীরবাগ মাছের আড়ত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার।

ভ্রাম্যমান আদালতের পেশকার নুর ইসলাম বলেন, উপজেলার মীরবাগ মাছের আড়তে কতিপয় ব্যবসায়ী ওজনে কম দিয়ে এনালগ দাড়িপাল্লায় মাছ বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৯৫০ (৫০) ধারায় ওজন কম দেওয়ার অপরাধে এক মাছ ব্যবসায়ীর এক হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস।