Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

March 19, 2023 06:52:06 PM   দেশজুড়ে ডেস্ক
কাউনিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো- লালমনিরহাট সদর উপজেলার তিস্তা শিক্ষাটারী গ্রামের রুহুল আমিনের ছেলে আনিছুর রহমান (২৭) ও তিস্তা দালালপাড়া গ্রামের জোবেদ আলীর ছেলে রেজাউল মিয়া (৫৫)।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার পাঞ্জরভাঙ্গা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অটোরিকশায় গাঁজাসহ অবস্থান করছে গোপন তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ নেতৃত্বে একদল পুলিশ গত শনিবার রাত ৮টার দিকে চার্জার অটো তল্লাশী চালিয়ে ১ কেজি ৫শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে।

এসময় দুইজন মাদক কারবারিসহ অটোরিকশাটি আটক করা হয়। ওসি জানান, ধৃর্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গতকাল রোববার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।