
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক।
সোমবার (২৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার শহীদবাগ ও সারাই ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তিনি। এ সময় তালিকা করে সহায়তার কথা জানান তিনি। এর আগে শনিবার ও রবিবার শহীদবাগ, সারাই ও হারাগাছ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি এবং সহস্রাধিক গাছপালা ভেঙে পড়েছে। ঝড়ের সময় বৈদ্যুতিক তারে গাছপালা পড়ে সারা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উঠতি ফসল ইরি-বোরো ধান, ভুট্টা, বাদাম, মরিচ, কুমড়া, পাট, শষা, পটল, করলা, শাকসবজি ক্ষেতের ক্ষতি হয়েছে এবং কলা বাগান ভেঙে মাটিতে নেতিয়ে পড়েছে। আম, লিচু'র গুটি বাতাসে ঝড়ে পড়েছে।
সংবাদ পেয়ে সকালে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান। তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন, তাদের ক্ষতির পরিমাণ স্বচক্ষে দেখেন এবং তাদের কথা শোনেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমগ্র উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি জানান। তালিকা সম্পন্ন করে তা যাচাইপূর্বক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে অতি দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।