
কাউনিয়া প্রতিনিধি, রংপুর
রংপুরের কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, প্রধান শিক্ষক তোজাম্মেল হক, সহকারি প্রধান শিক্ষক দিপ্তী রাণী, সহকারি শিক্ষক হাসনা পারভীন মুক্তি, তানজিন সুলতানা, অভয় চন্দ্র বর্মন, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে ভাষা শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। পরে চিত্রাংঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরুস্কার দেওয়া হয়।