Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে সংঘর্ষ, গুলিতে নিহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে সংঘর্ষ, গুলিতে নিহত ১

February 24, 2025 03:59:11 PM   অনলাইন ডেস্ক
কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে সংঘর্ষ, গুলিতে নিহত ১

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, এক পর্যায়ে স্থানীয়রা বিমান বাহিনীর ওপর হামলা চালানোর চেষ্টা করেন, যার ফলে বাকবিতণ্ডা, ইট-পাটকেল এবং পরে সম্ভবত বিমান বাহিনী গুলি চালায়।

আইএসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, “বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছিল। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ (৩০), পেশায় ব্যবসায়ী। তিনি সমিতিপাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তা ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, সমিতিপাড়ায় প্রায় ১৫-২০ হাজার মানুষ ‘বিনা সিস্টেমে’ বসবাস করে এবং পাশেই রয়েছে বিমান বাহিনীর একটি বেস। তিনি জানান, আজ একটি ঘটনায় আইনজীবী জাহিদুল ইসলামের সাথে বিমান বাহিনীর সংঘর্ষ হয় এবং পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে, যা শেষ পর্যন্ত গুলির ঘটনা ঘটে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।