Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

February 22, 2023 12:36:57 AM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
কচুয়ায় যথাযথ মর্যাদায় অমর ২১ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এদিন প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ শহীদ মিনারে পুষ্প অর্পণ করে উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ এবং উহার অঙ্গ-সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল, প্রেসক্লাব ও বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক সংগঠনসহ সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গোলাম হোসেন।

এছাড়াও যথাযথ মর্যাদায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়, হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়, কহুলথুড়ি হামিদয়া উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে প্রভাত ফেরী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কবির হোসেন, জেলা পরিষদ কচুয়া ওয়ার্ডের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক এসএম জাকির হোসেন সবুজ, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মমিন, উপধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির হোসেন, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, কহুলথুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন, সহকারি প্রধান শিক্ষক মো: খান বাহার, সহকারি শিক্ষক মাও: তাজুল ইসলামসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।