
কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিধ্বস্ত প্লেনটি আজারবাইজান থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনি যাচ্ছিল। এমব্রায়ের ১৯০ মডেলের এই প্লেনটি আজারবাইজান এয়ারলাইনসের মালিকানাধীন। প্লেনটিতে ৬২ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন।
কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণের চেষ্টা করার সময় আক্তাউ বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে প্লেনটি বিধ্বস্ত হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, প্লেনটি সমুদ্রতীরে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। আহত যাত্রীদের ফিউসলাজের ভগ্নাংশ থেকে বের হতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস দ্রুত আগুন নেভাতে সক্ষম হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ এখনও চলছে।
কাজাখ সরকার এবং আজারবাইজান যৌথভাবে তদন্ত কমিশন গঠন করেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, পাখির সঙ্গে সংঘর্ষের কারণে প্লেনটি জরুরি অবতরণ করার চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ গভীর শোক প্রকাশ করেছেন। চেচনিয়ার নেতা রমজান কাদিরভ জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সূত্র: রয়টার্স