Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / কাঠালিয়ায় পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ, পানি ও খাবার স্যালাইন বিতরণ ছাত্রদলের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

কাঠালিয়ায় পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ, পানি ও খাবার স্যালাইন বিতরণ ছাত্রদলের

April 27, 2025 09:19:36 PM   অনলাইন ডেস্ক
কাঠালিয়ায়  পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ, পানি ও খাবার স্যালাইন বিতরণ ছাত্রদলের

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় প্রচণ্ড দাবদাহের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হেল্প সেন্টারের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাঠালিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থাও করা হয়। শিক্ষা উপকরণ ও খাবার পানি পেয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কাঠালিয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার, যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. তালাশ আকন, ছাত্রদল নেতা মো. সালমান হাওলাদার প্রমুখ।